আগরতলা, ১১ অক্টোবর: পুজার মরশুমে শান্তির বাজারে বাড়ছে চুরির প্রকোপ। এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে শান্তির বাজার জেলা হাসপাতালের নিকট তিনটি দোকানে হাত সাফাই করল চোরের দল। চোরের দল হানা দিয়ে গ্যাসের সিলান্ডার, নগদ অর্থ সহ বেশ কিছু সামগ্রী চুরি নিয়ে পালিয়েছে।
জানা যায়, গতকাল গভীর রাতে শান্তির বাজার জেলা হাসপাতালের নিকট একটি হোটেল, মিষ্টি দোকান ও একটি চায়ের দোকানে হানা দেয় নিশিকুটম্বের দল। এ বিষয়ে মিষ্টি দোকানের মালিক জানিয়েছেন, তাঁর দোকানে এর আগেও বেশ কয়েকবার চুরি সংগঠিত হয়েছিল। এই চুরির বিষয়ে পুলিশকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ।
আরও অভিযোগ, আজ পর্যন্ত একজন চোরকেও আটক করতে পারেননি শান্তির বাজার থানার পুলিশ।