ত্রিপুরা: ৬৩(৪৫.৩)
হরিয়ানা: ৬৪/১(১০.২)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর।। পায়েলের ১৫ আর রেশমির ১৩। এই হচ্ছে ত্রিপুরা দলের মহিলা ক্রিকেটারদের দুই অঙ্কের রান। শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন পাঁচজন। একে, তিনে আরও দুই। হরিয়ানার মেয়েরা ত্রিপুরাকে একপ্রকার খরকুটোর মতো উড়িয়ে ৯ উইকেটে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। মরশুমের প্রথম তথা মহিলাদের অনূর্ধ্ব ১৯ এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে। ইন্দোরের হোলকার-এ হচ্ছে খেলা। ক্রিকেট বোদ্ধারা বলছেন এতে আর আশ্চর্যের কি? এতো প্রত্যাশিত ফলাফল। ক্রিকেট প্রেমীদের অনেকে বলাবলি করছেন, ঘরে শান্তি না থাকলে ছেলেমেয়েরা পড়াশোনাতেই হোক, আর খেলাধুলাতেই হোক; মনঃসংযোগ করে কিভাবে। এর থেকে ভালো ফলাফল স্বাভাবিক কোথায় মিলবে। অঘটন যদি ঘটে। সকাল ৯ টা নাগাদ ম্যাচ শুরুতে টস-এ জিতে ত্রিপুরার মেয়েরা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। খেলেছে ৪৫.৩ ওভার। কিন্তু ব্যাটে বলে তেমন রানের সন্ধান নেই। ত্রিপুরার মেয়েরা ৬৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। হরিয়ানার গুলশান আলী চার রানে এবং প্রীতি প্রজাপতি সাত রানে তিনটি করে এবং ত্রিবেণী বশিষ্ঠ ২ রানে দুটি উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে হরিয়ানা ৬২ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। রিফু দেববর্মার প্রথম ওভারের পঞ্চম বলে ওপেনার তানিস্কার উইকেটটি তুলে নিতে ত্রিপুরা শিবিরে একটা আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু দ্বিতীয় উইকেটের জুটিতে তানিশা ওলান ও ত্রিবেণী বৈশিষ্ট-এর অনবদ্য অপরাজিত ব্যাটিং ত্রিপুরার বিরুদ্ধে সহজ জয়ে তুলে নেয়। ত্রিপুরার পরবর্তী ম্যাচ ১০ অক্টোবর, মঙ্গলবার নাগাল্যান্ডের বিরুদ্ধে।