মির্জাপুর, ৬ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের চিল থানা এলাকার লক্ষণপুরে গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে এক কিশোরের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। ডুবে যাওয়ার এক ঘণ্টা পর দেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, এদিন সন্ধ্যায় গঙ্গার ঘাটে বন্ধুদের সঙ্গে স্নান করছিল লক্ষণপুরের বাসিন্দা রাম প্রসাদ (১৪)। স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে যায়। রাম প্রসাদকে ডুবে যেতে দেখে তার বন্ধুরা হৈচৈ শুরু করে। এরপর চিলা থানার পুলিশ স্থানীয় ডুবুরিদের সহায়তায় এক ঘণ্টা পর দেহ নদী থেকে উদ্ধার করে। অ্যাম্বুলেন্সে করে বিভাগীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

