রাজগঞ্জ, ৪ অক্টোবর (হি. স.) : মেঘভাঙা বৃষ্টির ফলে উত্তর সিকিমের চুংথাংয়ে দক্ষিণ লোনাক হ্রদে ব্যাপক জলস্ফীতি হয়। যার জেরে হ্রদের বাঁধ ভেঙে গিয়েছে। সিকিমে গ্রামের পর গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।এখনও পর্যন্ত সিকিমে ঘুরতে যাওয়া কত জন পর্যটক নিখোঁজ তার স্থির কোন তথ্য মেলেনি।এই পরিস্থিতিতে সিকিমে বেড়াতে যাওয়া রায়গঞ্জের ৩ জন যুবকের খোঁজ মিলছেনা। যার জেরে উদ্বিগ্ন পরিবার।
এদের মধ্যে দু’জন রায়গঞ্জ শহরের উকিলপাড়ার বাসিন্দা ও আরেকজন রাঁচির বাসিন্দা। রায়গঞ্জের বছর তেইশের যুবক স্বর্ণদ্বীপ মজুমদার, তাঁর দাদা শ্রীকান্ত মজুমদার ও তাঁদের বন্ধু রাঁচির বাসিন্দা ঈশান নামে এক যুবকের কোনও খোঁজ মিলছে না। নিখোঁজ দুই যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থেকে শনিবার বাইক নিয়ে সিকিমের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা। মঙ্গলবার রাত সাড়ে ১০ টা নাগাদ পরিবারের সঙ্গে কথা হয় তাঁদের। এরপর বুধবার ভোর নাগাদ এই বিপর্যয় নেমে আসে।তাই খবর প্রকাশ্যে আসতেই সকাল থেকে যুবকের পরিবার থেকে ফোন করা হচ্ছে তাঁদের। কিন্তু কোনওভাবেই মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না বলে পরিবারের দাবি। পুলিশ নিখোঁজদের খোজে তল্লাশি শুরু করেছে।