জাতীয় অনূর্ধ্ব ১১ দাবায় জয় পেলো রাজ্যের ৩ দাবাড়ু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর।।জয়ে ফিরলো রাজ্যের তিন দাবাড়ু। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত জাতীয় অনূর্ধ্ব-‌১১ দাবা প্রতিযোগিতায়। ভাইজাকের রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরে  বুধবার সকালে ষষ্ঠ রাউন্ডের খেলা হয়। তাতে জয় পায় প্রাঞ্জল দেবনাথ, আরাধ্যা দাস এবং অঙ্কিতা সরকার। বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু প্রাঞ্জল (‌১২২৭) পরাজিত করে মহারাষ্ট্রের ছেদা বিভাজ (‌১০৯৫)কে। শাক্য সিনহা মোদক (‌১৩৫৪) হেরে যায় হরিয়ানার দাবাড়ুর বিরুদ্ধে। বালিকা বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু আরাধ্যা দাস (‌১২২৪) পরাজিত করে তামিলনাড়ুর সানা জি (‌১০১৪) কে। এছাড়া রাজ্যের অপর দাবাড়ু অঙ্কিতা সরকার পরাজিত করে অন্ধ্রপ্রদেশের কন্নি লিতিকাকে। ৬ রাউন্ড শেষে প্রাঞ্জল, শাক্য এবং আরাধ্যার পয়েন্ট সাড়ে ৩। এবং অঙ্কিতার পয়েন্ট ২।‌‌‌‌‌ ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *