গোরক্ষপুর, ১ অক্টোবর (হি.স) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার গভীর রাতে গোরক্ষপুরে যাবেন। প্রশাসন সূত্রে এই তথ্য জানা গিয়েছে। যোগী গোরক্ষপুরে পৌঁছে গোরক্ষনাথ মন্দিরে রাতে থাকবেন। রাতে বিশ্রামের পর তিনি ২ অক্টোবর মহাত্মা গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, রবিবার গোরক্ষপুরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর যাওয়ার কারণ হল, যাতে তিনি সোমবার ২ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হওয়া গান্ধী জয়ন্তীর বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচিতে অংশ নিতে পারেন। পরের দিন ৩ অক্টোবর যোগী আদিত্যনাথ কৃষকদের প্রদর্শনী চক মাফির উদ্বোধন করবেন।
2023-10-01

