অ্যাম্বুলেন্স ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের

পালী, ১ অক্টোবর (হি. স.) : রাজস্থানের গুদা এন্ডলা থানা এলাকার তেওয়ালি গ্রামের কাছে গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সের সাথে সংর্ঘষ হয় একটি বাইকের। শনিবার রাতে এই দুর্ঘটনায় নিহত হয়েছে বাইক আরোহী দুইজন ।অন্যদিকে একজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটিও উল্টে যায়। গর্ভবতী মহিলা ও তার পরিবারের সদস্যদের ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায়। মা চিৎকার করলে অন্য চালকরা ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যান।

রবিবার গুদা এন্ডালা থানার উপ-পরিদর্শক প্রহ্লাদ সিং জানিয়েছেন, বাইক আরোহী কমলেশ (২৬) এবং রাকেশ (২৮) দুর্ঘটনায় মারা গেছেন। আহত হয়েছেন প্রবীণ (২৫)। অ্যাম্বুলেন্সে থাকা দৌলরাম (৬৯) দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। যাকে বাঙ্গার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের দেহ মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় আহত বৃদ্ধ দৌলরাম মেঘওয়াল জানান, তার ছেলে মোহনলালের স্ত্রী হেমাকে ডেলিভারির জন্য অ্যাম্বুলেন্সে করে পালিতে নিয়ে যাওয়া হচ্ছিল। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী পেয়ারীদেবীও। এ সময় তেওয়ালির কাছে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি উল্টে যায়। তার পুত্রবধূ গুরুতর আঘাত পাননি। মৃত কমলেশ সেরভি মুম্বইয়ের একটি মেডিকেলের দোকানে কাজ করতেন। রাকেশ সেরভি পুনেতে মিষ্টির দোকান চালাতেন। তারা কিছুদিন আগেই গ্রামে এসেছিল। পালিতে বন্ধুর কাছে বাইক ফেরত দেওয়ার পর তিনজনই গ্রামের দিকে ফিরছিলেন। এ সময় অ্যাম্বুলেন্সের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়।