নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স) : জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) শনিবার রাজৌরির ধাংরি গ্রামে হামলায় জড়িত লস্কর দুষ্কৃতীর সন্ধানে পুঞ্চ এলাকায় অভিযান চালায়। এই বছরের জানুয়ারিতে রাজৌরির ধাংরি গ্রামে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছিল, এর ফলে পাঁচজনের মৃত্যু হয়েছিল এবং অনেকে গুরুতর আহত হয়েছিল।
শনিবার, এনআইএ-এর দল পুঞ্চের মেনধার তহসিলের গুরসাই গ্রামের পাঁচটি স্থানে অভিযান চালায়। অভিযান চালিয়ে এনআইএ প্রচুর পরিমাণ ডিজিটাল ডিভাইস এবং তথ্যাদি উদ্ধার করেছে। এনআইএ-এর দল অনুমান করছে যে তদন্তের পর তাঁরা সন্ত্রাসী কার্যকলাপ সম্পর্কে আরও তথ্য পাবে।
এনআইএ আগস্ট মাসে এই হামলায় জড়িত দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল। ধৃতরা হল, নিশার আহমেদ ওরফে হাজি নিশার এবং মুশতাক হুসেন। বর্তমানে দুজনেই জম্মুর কোট ভালওয়াল সেন্ট্রাল জেলে বন্দি রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই শনিবার এই অভিযান চালায় এনআইএ-র দল। এনআইএ-এর দল তদন্ত করে দেখে যে এরা দুজনেই সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত এবং গত দুমাস ধরে এখানে লুকিয়ে ছিল।