কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি স)। ডেঙ্গি পরিস্থিতির অবনতির প্রতিবাদে বুধবার থেকে রাজ্যজুড়ে বিজেপি সাত দিনের আন্দোলনে নামার ঘোষণা করেছে। তার প্রতিবাদ করল তৃণমূল।
মঙ্গলবার বিজেপি শিবিরের রাজ্যব্যাপী যে ধর্না-অবস্থান কর্মসূচির ঘোষণার পরই তাদের দিকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ধর্না-অবস্থান করে এই পরিস্থিতির মাঝে অসুবিধা তৈরি না করে বিজেপিকে বলব রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গায় যেভাবে কাজ হচ্ছে, তাতে সাহায্য করুন। প্রচার অভিযানে সামিল হোন। মানুষকে সতর্ক করুন, জল-জঞ্জাল যেন কোথাও কোনওভাবে জমতে না পারে।