কোডার্মা, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : ঝাড়খণ্ড জেলায় বনরক্ষীদের সঙ্গে বিবাদের জেরে অভিযুক্তদের জেলহাজতে নিয়েছে পুলিশ।
ঝাড়খণ্ড জেলার ডোমচাঁচ থানা এলাকায় বনরক্ষীদের সঙ্গে বিবাদের ফলে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। কোডার্মার এসপি অনুদীপ সিং জানান, শনিবার কিছু ব্যক্তি অবৈধ কাঠ কাটার বিষয়ে তথ্য পেতে গিয়ে একজন বনরক্ষীকে আক্রমণ করে। ওই দুই ব্যক্তির সঙ্গে বনরক্ষী বাহিনীর বিবাদের জেরে মারপিট হয়। ফলে দুই বনরক্ষী গুরুতর আহত হয়। কোডার্মা থানার পুলিশ একটি দল গঠন করে আসামিদের গ্রেফতারের জন্য দ্রুত ব্যবস্থা নেয়। তারপরই রবিবার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম, রামদেব যাদব, দিনেশ যাদব, ধীরু যাদব, সুরজ যাদব, পঙ্কজ যাদব। এসপি জানান, এই মামলায় নাম থাকা অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।