হাইলাকান্দিতে অক্টোবর মাসের চাল বরাদ্দ

হাইলাকান্দি (অসম) ২২ সেপ্টেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলায় অক্টোবর মাসের চাল বরাদ্দ করা হয়েছে। অন্তোদয় অন্ন যোজনার কার্ড প্রতি ৩৫ কেজি এবং প্রায়োরিটি হাউস হোল্ডের ক্ষেত্রে মাথাপিছু পাঁচ কেজি করে অক্টোবর মাসের চাল বন্টন করা হবে।