আগরতলা, ২১ সেপ্টেম্বর।। বাইকে করে পুলিশের চোখে ধুলো দিয়ে হেরোইন নিয়ে আসার পথে চোরাইবাড়ি থানার পুলিশের হাতে আটক হল ১ নেশা কারবারি। ঘটনার বিবরণে জানা যায়, অসম থেকে রাজ্যে প্রবেশের পথে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার পুলিশের হাতে আটক চল্লিশ লক্ষ টাকার হেরোইন। ধৃত এক হেরোইন পাচারকারী। ধৃতের নাম বিল্লাল উদ্দিন (৩০),পিতা মৃত আব্দুল গফুর। বাড়ি ধর্মনগর থানাধীন পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে।
উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, বুধবার রাত্রিবেলা টিআর০৫-এ-৫৮০৩ নম্বরের একটি ইয়ামাহা কোম্পানির বাইক অসম সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করলে জাতীয় সড়কের উপর থাকা চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে বাইকটিকে আটক করে পুলিশ। তারপর বাইকে তল্লাশি চালিয়ে পাঁচটি সাবানের বাক্সের ভেতরে মজুদ পাঁচ প্যাকেট হেরোইন সহ আরো একাধিক হেরোইন মজুদ ছোট ছোট কৌটা উদ্ধার করেছে। সাথে আটক করা হয় বাইক চালক তথা হেরোইন পাচারকারী বিল্লাল উদ্দিনকে। পুলিশ সুপার আরো জানিয়েছেন, উদ্ধারকৃত হেরোইনের ওজন আনুমানিক ষাট গ্রাম। যার আন্তর্জাতিক কালোবাজারি মূ্ল্য চল্লিশ লক্ষ টাকা। এদিকে ধৃতকে চুরাইবাড়ি থানার হেফাজতে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত অন্যান্যদের আটক করা সম্ভব হবে বলেও পুলিশ আশা ব্যক্ত করেছে।