নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিশ্বের সামনে ভারতের শক্তি উপস্থাপন করেছে ও বিশ্ব মুগ্ধ হয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংসদের নতুন ভবনের রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “জি-২০ শিখর সম্মেলনের সময়, বিভিন্ন রাজ্য জুড়ে বিভিন্ন বৈঠক হয়েছে। প্রতিটি রাজ্য অত্যন্ত উৎসাহের সঙ্গে নিজেদের আতিথেয়তায় বিশ্বকে মুগ্ধ করেছে…এটি আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর শক্তি।”
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমাদের সংবিধানে রাজ্যসভাকে উচ্চকক্ষ হিসাবে পরিকল্পনা করা হয়েছে। সংবিধান প্রণেতাদের উদ্দেশ্য ছিল, সংসদের উচ্চকক্ষ রাজনীতির ঊর্ধ্বে উঠে গুরুতর বুদ্ধিবৃত্তিক আলোচনার কেন্দ্রে পরিণত হবে। নতুন সংসদ ভবন শুধুমাত্র একটি নতুন ভবনই নয়, এটি একটি নতুন সূচনার প্রতীক। অমৃতকালের একেবারে শুরুতে এই ভবনের নির্মাণ এবং আমাদের সকলের এখানে প্রবেশের ফলে দেশের ১৪০ কোটি নাগরিকের আশা-আকাঙ্ক্ষায় নতুন শক্তি ও নতুন আস্থা তৈরি হবে।”