নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স) : দেশের উন্নয়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে, কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভায় বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে একথা বলেন।
তিনি সাংসদদের উদ্দেশে জানান, দেশের উন্নয়নের জন্য আমাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দূরে গিয়ে কাজ করা জরুরি। তবেই দেশের উন্নয়ন সম্ভব। খাড়গে আরও বলেন, এই সেন্ট্রাল হল অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রয়েছে। এই স্থান গণপরিষদের সব সভার সঙ্গে সঙ্গে পন্ডিত নেহরুর ভাষণও দেখেছে। এই সেন্ট্রাল হল ভারতের সংসদের সমৃদ্ধ ঐতিহ্যের সাক্ষ্য বহন করে আসছে। ১৯৪৬ সাল থেকে ১৯৪৯ সাল পর্যন্ত এই হলটিতে গণপরিষদের বৈঠক বসেছিল। খাড়গে জানান, আজকে এই উপলক্ষ্যে তিনি বিনীতভাবে ডঃ রাজেন্দ্র প্রসাদ, পন্ডিত জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল এবং বিআর আম্বেদকরের অবদানকে স্মরণ করছেন এবং তাদের অভিবাদন জানাচ্ছেন।
উল্লেখ্য, মঙ্গলবার থেকে নতুন ভবনে সংসদের কার্যক্রম শুরু হবে। এই উপলক্ষ্যে সেন্ট্রাল হলে জড়ো হন ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যরা। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে এবং সাংসদদের সামনে মঙ্গলবার তাদের মতামত তুলে ধরবেন।