আগরতলা, ১৭ সেপ্টেম্বর।। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩ তম জন্মদিন। গোটা দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্যব্যাপী। রবিবার বিকেলে মুখ্যমন্ত্রী নরসিংগড়স্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল সিনিয়র সিটিজেন হোম, জুভেনাইল হোম, আনাথালয় ও দিব্যাঙ্গজন ছেলেমেয়েদের আবাসন পরিদর্শন করেছেন। এদিন প্রত্যেকের খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। আবাসিকদের হাতে তুলে দিয়েছেন ফল মিষ্টি।
এদিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের সাথে মানুষের পাশে থাকা।তিনি বলেন, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ বিশ্বের কাছে মর্যাদা অর্জন করেছে। দেশ আজ পরিকাঠামোগত দিক থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা সর্ব ক্ষেত্রেই এগিয়ে। মুখ্যমন্ত্রীর কথায়, বর্তমান কেন্দ্রীয় সরকারের গত ৯ বছরে দেশ ও দেশবাসীর কল্যাণে অনেক বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে। যা দেশকে বিশ্ব মানচিত্রে তুলে ধরেছে। তিনি পি এম- বিশ্বকর্মা প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, দেশের চিরাচরিত প্রথাগত শিল্পের বিকাশে প্রধানমন্ত্রী এই যোজনা চালু করেছেন। এই যোজনা দেশের গ্রামীণ ও শহর এলাকায় অর্থনৈতিক বিকাশে বলিষ্ঠ ভূমিকা নেবে। এদিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায়।