কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স) : টাকা নয়ছয়ের অভিযোগ পেয়ে তদন্তে নেমে প্রায় ৭ লক্ষ টাকা নগদ সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ । মালিকের বিশ্বাসের সুযোগ নিয়ে সংস্থার নামে বাজার থেকে টাকা তুলেও অ্যাকাউন্টে জমা করেননি। শেষপর্যন্ত বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করে সংস্থা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সজ্জন সিং। উত্তরপাড়ার সাধক রামপ্রসাদ রাও রোডের বাসিন্দা। ১৭ সেপ্টেম্বর রাত ১টা নাগাদ তাঁর বাড়িতে হানা দেয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। সজ্জন সিংয়ের কাছ থেকে নগদ ৬ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে। পাওয়া গিয়েছে একটি ল্যাপটপ, মোবাইল ও সোনার হারও। তাঁকে হেফাজতে নিয়ে আদালতে তোলা হয়েছে।
টাকা নয়ছয়ের অভিযোগ পেয়ে তদন্তে নেমেছিলেন এসআই ডি কেশ এবং এসআই তুমনাথ তিওয়ারি। জানা যায়, ওষুধের সংস্থায় ক্লার্ক হিসেবে কাজ করতেন সজ্জন সিং। তাঁর দায়িত্ব ছিল সংস্থার হয়ে বাজার থেকে টাকা তোলা। সংস্থার নামে ৩০-৪০ লক্ষ টাকা তুললেও সংস্থার অ্য়াকাউন্টে সেই পরিমাণ টাকা জমা পড়েনি। এরপরই পুলিশে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে উত্তরপাড়ার বাসিন্দাকে গ্রেফতার করল পুলিশ।