নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহকারিতা মন্ত্রী অমিত শাহ বলেন, ইঞ্জিনিয়াররা অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে অবদান রেখেছেন। জাতি গঠনেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শুক্রবার ইঞ্জিনিয়ারিং দিবস উপলক্ষে টেকনোক্র্যাটদের শুভেচ্ছা জানান অমিত শাহ। তিনি বলেন, আমি মহান ইঞ্জিনিয়ার স্যার এম বিশ্বেশ্বরায়কে তাঁর জন্মবার্ষিকীতে অভিনন্দন জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে প্রযুক্তিগত বিপ্লব গঠনে ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এঁনারা বৈশ্বিক মঞ্চে ভারতের মর্যাদা বহুগুণ বাড়িয়েছেন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্বেশ্বরায় আমাদের সভ্যতাকে তাঁর অনন্য প্রকৌশল প্রতিভা দিয়ে এবং বিশাল স্ট্রাকচার ডিজাইন ও আকৃতি দিয়ে শক্তিশালী করেছেন। তাঁর অবদান আমাদের নতুন প্রজন্মের মনে স্বপ্ন জাগিয়ে রাখবে। স্যার এম বিশ্বেশ্বরায়ের জন্মবার্ষিকীটি ইঞ্জিনিয়ারিং দিবস হিসেবে প্রতিবছর পালিত হয়। স্যার এমভি ১৮৬১ সালের ১৫ সেপ্টেম্বর মহীশূরের কোলার জেলায় জন্মগ্রহণ করেছিলেন।
2023-09-15