আগরতলা, ১২ সেপ্টেম্বর।। ছাত্র স্বার্থ সম্বলিত বিভিন্ন বিষয় নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল এসএফআই। বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন বিদ্যালয়গুলিতে পঠনপাঠন নিয়ে যে নির্দেশিকা জারী করা হয়েছে সিবিএসই- এর তরফে, তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। বিরোধী বিভিন্ন ছাত্র সংঘটনের পক্ষ থেকে এই নির্দেশিকা বাতিল করার দাবী উঠেছিল। নির্দেশিকায় ছিল বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে হবে। এই খবর ছড়িয়ে পরতেই বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের পাঠরত বিভিন্ন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা চিন্তায় পরে যায়। তাদের অভিমত, দীর্ঘদিন ধরে বাংলা মাধ্যমে পঠনপাঠন করার পরে হঠাৎ করে তারা ইংরেজি মাধ্যমে পরীক্ষায় বসতে পারবে না। যাকে কেন্দ্র করে বাম ছাত্র সংগঠন এস এফ আই, সি আই টি ইউ ডেপুটেশনও প্রদান করেছিল। তারপরে শিক্ষা দপ্তরের তরফে আরও একটি নির্দেশিকা জারী করা হয়। সেখানে উল্লেখ করা হয়, আগামী ২০২৬ থেকে ছাত্রছাত্রীদের ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে হবে। এবারে এই নির্দেশিকার বিরোধিতা করে মঙ্গলবার ডেপুটেশন প্রদান করে এস এফ আই। তারা পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে দাবী জানায়, এই নির্দেশিকা বাতিল করে ছাত্রছাত্রীরা বাংলা মাধ্যমেই পরীক্ষা যেন দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। বিদ্যাজ্যোতি বিদ্যালয় গুলিতে একেবারে নার্সারি বিভাগ থেকে ইংরেজিতে পঠনপাঠন শুরু করতে হবে। তার জন্য বিদ্যালয়গুলিতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করতে হবে। ছাত্রছাত্রীদের উপর অতিরিক্ত ফি কমাতে হবে। প্রয়োজনে ছাত্রছাত্রীদের ভর্তুকি দিতে হবে। এই দাবী গুলি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলে জনিয়েছেন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব।