বিজেপি প্রদেশ সভাপতির সভা ঘিরে উত্তপ্ত জম্পুইজলা, রক্তাক্ত ওসি, আহত কর্মীরা, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

 আগরতলা, ১১ সেপ্টেম্বর।। বিজেপি এবং তিপ্রামথা দলের কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত  জম্পুইজলা টাকারজলা এলাকা! আহত পুলিশ সহ বিজেপি কর্মীরা! সংঘর্ষে রক্তাক্ত ওসি, ভাঙচুর বহু বাইক! বিজেপি প্রদেশ সভাপতির সভা ঘিরে উত্তপ্ত গোটা এলাকা। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য।

সোমবার বিজেপি এবং তিপ্রামথা দলের কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে সিপাহীজলা জেলা্র জম্পুইজলা এবং টাকারজলা এলাকা । সোমবার ত্রিপুরার শাসক দল বিজেপি দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী  জম্পুইজলা ব্লক সংলগ্ন বুকরুই কমিউনিটি হলে ১২ টাকারজলা বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী কিছুদিন ধরেই বিজেপি দলের কর্মী, সমর্থক এবং নেতৃত্বরা টাকারজলা এবং জম্পুইজলা এলাকায় প্রচার চালিয়ে আসছিল। সোমবার বিজেপির এই কার্যকর্তা সম্মেলনে যাতে বিজেপি দলের কেউ না আসতে পারে বুকরুই কমিউনিটি হলে তার জন্য তিপ্রামথা দলের অনেক কর্মী, সমর্থকরা টাকারজলা এবং জম্পুইজলা সড়কে আটকে রেখেছিল। এরপরেও বিজেপির কিছু কর্মী, সমর্থকরা তিপ্রামথা দলের সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে বুকরুই কমিউনিটি হলে প্রবেশ করে। যথারীতি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সিপাহীজলা জেলা বিজেপি নেতা গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা বুকরুই কমিউনিটি হলে প্রবেশ করে এবং প্রদীপ প্রজ্জলন করে বিজেপির কার্যকর্তা সম্মেলন শুরু করে। বৈঠক শেষ হওয়ার পর যখন বিজেপি দলের কার্যকর্তারা বুকরুই কমিউনিটি হলঘর থেকে বের হচ্ছিলেন তখন তিপ্রামথা দলের কর্মী, সমর্থকরা বেশ কিছু বিজেপি কার্যকর্তাকে দৌড়াতে দৌড়াতে একেবারে টাকারজলা হরিয়াপাড়া পর্যন্ত নিয়ে যায়। এমনই অভিযোগ উঠে এসেছে বিজেপি কর্মীদের তরফ থেকে। বেশ কিছু বিজেপি কার্যকর্তাদের প্রচন্ডভাবে তিপ্রামথা দলের কর্মী, সমর্থকরা মারধোর করে বলে অভিযোগ। যখন তিপ্রামথা দলের কর্মী, সমর্থকরা বিজেপি কর্মীদের মারধোর করতে থাকেন, তখন বিজেপি কার্যকর্তারাও একটা সময় তিপ্রামথা দলের কর্মী, সমর্থকদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেন বলে জানা গেছে। আঘাত পাল্টা আঘাতে উত্তপ্ত হয়ে যায় টাকারজলা হরিয়াপাড়া এলাকা । দুই দলের কর্মী, সমর্থকদের আঘাতে আম নাগরিকদের দুটি স্কুটি এবং তিনটি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। গ্রামের মানুষ এই ভয়ানক দৃশ্য দেখে যে যার মত করে পালিয়ে বাঁচার চেষ্টা করে। উভয় দলের মারপিট আটকাতে গিয়ে আহত হন টাকারজলা থানার ওসি রথীন্দ্র দেববর্মা এবং একজন পুলিশ কনস্টেবল এবং নয়জন বিজেপি কর্মী। তাদের প্রত্যেককেই টাকারজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া খয়েছে চিকিৎসার জন্য। বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন করে রাখা হয়েছে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী। স্তব্ধ হয়ে পড়েছে টাকারজলা এবং জম্পুইজলা সড়কে মানুষ এবং যানবাহন চলাচল ।