আগরতলা, ৮ সেপ্টেম্বর।। বাবার অনুপস্থিতিতে মাকে ধর্ষন করেছিল পাষণ্ড পুত্র। দীর্ঘ শুনানির পর শেষ পর্যন্ত অতিরিক্ত দায়রা জজ , সিপাহিজলা বিশালগড় দেবাশীষ কর অভিযুক্ত অজয় দেববর্মাকে দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন।
উল্লেখ্য ২.৫.২২ সালে বিশালগড় থানাধীন টাকারজলা এলাকায় নিজ ঘরে তার মাকে জোর পূর্বক ধর্ষন করে। জানা গেছে, সেদিন ভোর রাতে অজয় মেলা থেকে এসে ঘুমাতে চলে যায়। সকাল ৬ টা নাগাদ সে মদ্যপান করে আসে এবং তার বাবার অনুপস্থিতিতে তার মাকে তার সঙ্গে যৌন মিলন করতে বাধ্য করে। না হলে তার মায়ের গলা টিপে মেরে ফেলার হুমকি দেয় সে। সে তার মাকে জোরপূর্বক ধর্ষণ করলে তার মায়ের চিৎকারে স্থানীয় লোকজন এলে সে পালিয়ে যায়। পরবর্তীতে ২০ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্তকে অতিরিক্ত দায়রা জজ, সিপাহীজলা জেলা, বিশালগড়, দেবাশীষ কর আইপিসির ধারা ৩৭৬(২)(এফ) এর অধীনে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন। এছাড়াও ১০০০০ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন আদালত। অনাদায়ে আরো ৬ মাসের কারাবাসের নির্দেশ প্রদান করেন এদিন আদালত ।