লীগ ফুটবলে জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে রামকৃষ্ণ আজ টাউন ক্লাবের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।।জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে রামকৃষ্ণ ক্লাব। প্রতিপক্ষ ঐতিহ্যবাহী দল টাউন ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। দুদলই মঙ্গলবার শেষ প্রস্তুতি সেরে নেয়। টাউন ক্লাব ৩ ম্যাচ খেলে ফ্রেন্ডস ইউনিয়নের বিরুদ্ধে ওয়াকওভার পাওয়া ছাড়া ২ টি ম্যাচেই পরাজিত হয়েছিল। অপরদিকে ২ ম্যাচ খেলে দুটিতেই জয়লাভ করে আপাতত লিগ টেবিলের প্রথম সারিতে রয়েছে আরও চার দলের সঙ্গে। আগামীকাল ফেভারিট হিসাবেই মাঠে নামবে কৌশিক রায়ের রামকৃষ্ণ ক্লাব। বিশেষজ্ঞদের মতে, শক্তির বিচারে টাউন ক্লাব থেকে অনেক এগিয়ে রামকৃষ্ণ ক্লাব। এদিন সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলন শেষে শিল্ডে রানার্স ট্রফি জয়ী রামকৃষ্ণ ক্লাবের কোচ কৌশিক রায় বলেন, “আমাদের লক্ষ্য লিগ জয় করা। তা মাথায় রেখেই প্রতি ম্যাচে মাঠে নামছে আমাদের ছেলেরা। প্রতি ম্যাচই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না। কাগজে কলমে টাউন ক্লাব কিছুটা দুর্বল দল হলেও আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। আমাদের মতোই শক্তিশালী দল। তাই সেরা একাদশই মাঠে নামাবো। লক্ষ্য থাকবে শুরুতেই গোল তুলে নেওয়া। যাতে শেষের দিকে ঠান্ডা মাথায় খেলতে পারে ছেলেরা”। এদিকে রামকৃষ্ণ ক্লাবকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত টাউন ক্লাবের ফুটবলাররা। কোচ রূপক মজুমদার গোটা দলকে তাঁতিয়ে রাখার চেষ্টা করছেন। রূপক স্পষ্টভাবেই বলেন, “‌আমার ছেলেরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারে তাহলে ৯০ মিনিট লড়াই জমবেই”।‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *