বিজেপিকে কটাক্ষ কেজরিওয়ালের, বললেন ইন্ডিয়ার নাম বদলে ভারত কেন করা হচ্ছে!

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.) : বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির উদ্দেশে কেজরিওয়ালের প্রশ্ন, ইন্ডিয়ার নাম বদলে ভারত কেন করা হচ্ছে? রাষ্ট্রপতি ভবনে জি-২০ নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাতে চিরাচরিত ভাবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে লেখা হয়েছে প্রেসিডেন্ট অফ ভারত। আর তা নিয়েই বিরোধীদের মনে নানা ধরনের প্রশ্ন উত্থাপন হয়েছে।

কেজরিওয়াল মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “ইন্ডিয়ার নাম বদলে ভারত কেন করা হচ্ছে? বলা হচ্ছে, ‘ইন্ডিয়া’ জোটের নামের জন্যই। কিছু দলের নাম ‘ইন্ডিয়া’ হয়ে গেলে তাঁরা কি দেশের নামও পাল্টে দেবে? দেশ ১৪০ কোটি মানুষের, কয়েকটি দলের মোটেও নয়। ধরুন আগামীদিনে জোটের নাম পরিবর্তন করে ভারত করা হয়, তাহলে কী ভারতও বদল হবে? তাহলে তাঁরা কি ভারতের নাম বদলে বিজেপি রাখবে? এটা কি মজার বিষয়? তাঁদের ৪টি ভোট কমলেই দেশের নাম বদলে যাবে! এটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

সনাতন ধর্ম নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেল উদয়নিধির বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে কেজরিওয়াল বলেছেন, “আমিও সনাতন ধর্ম থেকে এসেছি, আমি বিশ্বাস করি সকল ধর্মকে আমাদের সম্মান করা উচিত। কারও কোনও ধর্ম নিয়ে ভুল কথা বলা উচিত নয়।” উল্লেখ্য, কেজরিওয়াল এদিন দিল্লিতে আরও ৪০০টি বৈদ্যুতিক বাসের যাত্রার সূচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *