‘ভলান্টারি হেলথ এসোসিয়েশন অব ত্রিপুরা’- এর উদ্যোগে সেলাই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত 

আগরতলা, ৩ সেপ্টেম্বর।। রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের আরো বেশি মাত্রায় স্ব-নির্ভর করে তুলতে এগিয়ে আসে রাজ্যের অগ্রনী সামাজিক সংস্থা ভলান্টারি হেলথ এসোসিয়েশন অব ত্রিপুরা। রাষ্ট্রীয় কৃষি ও গ্রামীণ বিকাশ ব্যাংক তথা নাবার্ডের সহায়তা ও উদ্যোগে ঋষমুখ ব্লকে স্ব-সহায়ক দলের মহিলাদের নিয়ে এক সেলাই প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা হয়। সম্প্রতি কৃষ্ণনগরস্হিত নেতাজি ওয়েলফেয়ার সেন্টারের হলঘরে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঋষমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন বকুল রানী দেবনাথ, নাবার্ডের জেলা আধিকারিক খোকন দে, কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কান্তি মল্ল, ভ্যাটের সহকারী পরিচালক সুজিত ঘোষ প্রমুখ। মূলত ত্রিপুরা ভলান্টারি হেলথ এসোসিয়েশন অব ত্রিপুরা’র ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ শিবিরে সংশ্লিষ্ট ব্লক এলাকার ত্রিপুরা রাজ্য জীবিকা মিশনের অন্তর্গত বাছাই করা ১৮টি স্ব-সহায়ক দলের ৯০ জন মহিলা অংশ গ্রহণ করে। আগামী ৪৫ দিন তিনটি ব্যাচের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের মাধ্যমে সেলাইয়ের উপর দক্ষতা অর্জন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *