করিমগঞ্জ (অসম), ৩০ আগস্ট (হি.স.) : আগামী ২ সেপ্টেম্বর করিমগঞ্জ জেলার অন্তর্গত দুল্লভছড়া চা বাগানের খেলার মাঠে ১৯ অনূর্ধ্ব সিএম কাপ টি ট্রাইবস ও আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
করিমগঞ্জ জেলা ক্রীড়া আধিকারিক কার্যালয়ের উদ্যোগে ২ সেপ্টেম্বর শনিবার সকাল ৯-টা থেকে বেলা ২-টা পর্যন্ত ওই ফুটবল টুর্নামেন্ট চলবে। এতে চন্দ্রকান্ত সিনহাকে টুর্নামেন্টের ভেনু ইনচার্জ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জেলা ক্রীড়া আধিকারিক জানিয়েছেন। তাঁর মোবাইল ফোনের নম্বর ৯৪৩৫৩৭৭৩৮৪।