চিনের মানচিত্র ইস্যু ‘খুবই উদ্বেগের’, প্রধানমন্ত্রীর এটা নিয়ে কথা বলা উচিত : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): চিনের মানচিত্র ইস্যুটি ‘খুবই উদ্বেগের’, তাই প্রধানমন্ত্রীর এটা নিয়ে কথা বলা উচিত। এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার সকালে দিল্লি থেকে কর্ণাটক যাওয়ার আগে, দিল্লি বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেছেন, “আমি বলেই আসছি, প্রধানমন্ত্রী যা বলেছেন, লাদাখে এক ইঞ্চি জমিও হারায়নি, তা মিথ্যা। সমগ্র লাদাখ জানে যে চিন সীমা লঙ্ঘন করেছে। এই মানচিত্র সমস্যা খুবই গুরুতর, তারা জমি কেড়ে নিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কিছু বলা উচিত।”

উল্লেখ্য, সোমবারই বেজিং তথাকথিত “চিনের মানচিত্র”-র ২০২৩ সংস্করণ প্রকাশ করেছে। যা অরুণাচল প্রদেশ এবং আকসাই চিনের সীমানার মধ্যে নিজেদের অঞ্চল হিসাবে দাবি করেছে। এরই প্রেক্ষিতে এই দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল আরও বলেছেন, “আমি সবেমাত্র লাদাখ থেকে ফিরে এসেছি এবং আমি বলে আসছি যে প্রধানমন্ত্রী যা বলেছেন, লাদাখে এক ইঞ্চি জমিও হারায়নি, তা সম্পূর্ণ মিথ্যা। সমগ্র লাদাখ জানে যে চিন আমাদের জমি দখল করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *