নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): দক্ষ ও বিশ্বস্ত বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের জন্য ভারত গুরুত্বপূর্ণ স্থান দখল করে। রবিবার নতুন দিল্লিতে অনুষ্ঠিত বি-২০ বিজনেস সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, কোভিড মহামারীর সময় বিশ্বের যখন ওষুধের প্রয়োজন হয়েছিল, তখন ভারত ‘বিশ্বের ফার্মেসি’ হিসাবে ১৫০টিরও বেশি দেশে জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ করেছিল। প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, এই মহামারী চলাকালীন ধ্বংস হয়ে যাওয়া পারস্পরিক বিশ্বাস গড়ে তোলার দিকে আমাদের মূলত মনোযোগ দিতে হবে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, অবিশ্বাসের পরিবেশে যে দেশ বিশ্ববাসীর সামনে পূর্ণ সংবেদনশীলতার সঙ্গে বিশ্বাসের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, সেটি হচ্ছে ভারত।
প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “এ বার ভারতে উৎসবের মরসুম শুরু হয়েছে ২৩ আগস্ট থেকে। এই উদযাপন হল চাঁদে চন্দ্রযান-৩-এর অবতরণ। ভারতের চন্দ্র অভিযানের সাফল্যে ইসরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর সঙ্গে ভারতের শিল্পগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতের উন্নয়নকে ত্বরান্বিত করতেই এই উদযাপন। এই উদযাপন উদ্ভাবন সম্পর্কে, এই উদযাপন মহাকাশ প্রযুক্তির সাহায্যে স্থায়িত্ব ও সমতা আনার বিষয়ে।” প্রধানমন্ত্রী বলেছেন, “ভারতে সবচেয়ে বেশি যুব প্রতিভা রয়েছে। ইন্ডাস্ট্রি ৪.০-এর সময়ে ভারত ডিজিটাল বিপ্লবের মুখ হয়ে উঠেছে…ব্যবসা সম্ভাবনাকে সমৃদ্ধিতে, বাধাকে সুযোগে এবং আকাঙ্ক্ষাকে সাফল্যে রূপান্তরিত করতে পারে ভারত। ছোট বা বড় যাই হোক না কেন, বৈশ্বিক বা স্থানীয় ব্যবসা সবার জন্য অগ্রগতি নিশ্চিত করতে পারে।” প্রসঙ্গত, ২০২৪ সালে জি-২০ সভাপতিত্বের জন্য ব্রাজিলের হাতে এদিন বি-২০ প্রেসিডেন্সি তুলে দিয়েছে ভারত।

