রাজস্থানকে দুর্নীতি-মুক্ত রাখতে রাজ্যের যুব সমাজ দৃঢ় সংকল্প : অনুরাগ ঠাকুর

জয়পুর, ২৩ আগস্ট (হি.স.): রাজস্থানকে দুর্নীতি-মুক্ত রাখতে রাজ্যের যুব সমাজ দৃঢ় সংকল্প। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। বুধবার দু’দিনের সফরে রাজস্থানের জয়পুরে পৌঁছেছেন অনুরাগ সিং ঠাকুর। মন্ত্রকের মিডিয়া ইউনিটগুলির আধিকারিক ও বিজেপি নেতারা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, রাজস্থানকে দুর্নীতি মুক্ত করতে রাজ্যের যুবরা এখন দৃঢ় সংকল্প। পেপার লিক, চাকরিতে দুর্নীতি-সহ একাধিক বিষয়ে সে রাজ্যের সরকার জর্জরিত বলে অনুরাগ সিং মন্তব্য করেন।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার, যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এদিন জয়পুরের এসএমএস স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে খেলো ইন্ডিয়া সেন্টারগুলির উদ্বোধন করেন। ভারতের চন্দ্রযান-৩ মিশন প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “ভারত মহাকাশ সেক্টরে বিশাল বৃদ্ধি করেছে। আমরা সবাই সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করছি যখন চন্দ্রযান-৩ মিশন সফল হবে। এই মিশন ভারতকে বিশ্বের খুব কম দেশের মধ্যে রাখবে, যারা মহাকাশ সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *