ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট।। ভালো খেলার উদ্দেশ্য তো রয়েছেই। শিল্ড ফাইনালে ন্যূনতম গোলে হারটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। দর্শকাকীর্ণ উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ পরিচালনায় আরো একটু নিরপেক্ষতার নজির রাখতে পারলে খেলার ফলাফল অন্যরকম হতো। কার্যত, লীগ খেতাব জয়ের আকাঙ্ক্ষাটা আরও যেন কয়েক গুণ বেড়ে গেছে। ত্রিপুরা ফুটবলের এসোসিয়েশন আয়োজিত প্রথম ডিভিশন লিগ ফুটবল শুরু হচ্ছে ২৩ আগস্ট থেকে। ভিন রাজ্য থেকে একাধিক ফুটবলার ইতোমধ্যেই চলে আসছেন রামকৃষ্ণ ক্লাবের হয়ে খেলার জন্য। তাঁদের প্রথম ম্যাচ ২৫ আগস্ট। এ বছর দ্বিমুকুট জয়ের প্রত্যাশাই ছিল রামনগরের ঐতিহ্যমন্ডিত রামকৃষ্ণ ক্লাবের। রাখাল শীল্ডের ফাইনাল ম্যাচ ঘিরে কিছু সিদ্ধান্ত অবশ্যই নিরপেক্ষতা পাইনি বলে ক্লাব কর্মকর্তাদের অভিমত। বহিঃরাজ্য থেকে ম্যাচ পরিচালনায় রেফারিদের আনা হলেও তারাও যে নির্ভুল বাঁশি বাজাচ্ছেন, তা নয় কিন্তু। আগামী দিনে এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে আয়োজক ত্রিপুরা ফুটবলের এসোসিয়েশন কেও সদর্থক ভূমিকা নিতে হবে বলে ক্লাব কর্মকর্তাদের অভিমত। এ বিষয়ে টিএফএ-কে সিসিটিভি ইত্যাদি অত্যাধুনিক যন্ত্র-নির্ভর হওয়ার দাবি জানানো হয়। আজ সন্ধ্যায় ক্লাব গৃহে আহুত এক সাংবাদিক সম্মেলনে শীল্ড ফাইনালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ঘিরে টিএফএ-কে আরো বেশি বাস্তবমুখী নিরপেক্ষ মনোভাব গ্রহণ করা আবশ্যক বলে তাঁদের দাবি।
2023-08-21