দ্বিমুকুট জয়ের লক্ষ্যে লিগে শক্তি বাড়াচ্ছে এগিয়ে চলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট।।শিল্ড জয়ের রেশ কাটতে না কাটতেই লিগ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন এগিয়ে চলো সঙ্ঘের কোচ কর্ণেন্দু দেববর্মা। লক্ষ্য এবার দ্বিমুকুট জয় করা। সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য একধঁাপ এগিয়ে এসেছেন ক্লাব কর্তারাও। একপ্রস্থ আলোচনা সেরে নিয়েছেন কোচের সঙ্গে। সিদ্ধান্ত হয়েছে ভিনরাজ্য থেকে ৩ জন ফুটবলার আনার। আর ওই কাজ দ্রুত সেরে নিতে ফুটবলারদের সঙ্গে যোগাযোগও শুরু করে দিয়েছেন। রবিবার মেলারমাঠের প্রথম ক্লাব হিসাবে শিল্ড জয়ের হ্যাটট্রিক করলো ওই ক্লাব। মাঝরাত পর্যন্ত বিজয়োৎসব। ফাটানো হলো আতশবাজি। সোমবার সকালেই সাজঘরের চেহেরা যেনও পাল্টে গেলো। দলীয় ফুটবলার সবার মধ্যে ঢুকে গেছে দ্বিমুকুট জয়ের স্বপ্ন। রবিবার রাতেই কোচ কর্ণেন্দু দেববর্মার সঙ্গে একপ্রস্থ আলাপচারিতা সেরে নেন ক্লাব কর্তারা। আক্রমণভাগ, মাঝমাঠ এবং উইং এর একজন ফুটবলার নেওয়া হবে লিগে শক্তি বাড়ানোর জন্য। সেই আলোচনাক্রমেই বর্হিরাজ্যের ৩ ফুটবলারের সঙ্গে যোগাযোগ শুরু দিয়েছেন ক্লাবের ফুটবল দল গঠনের মূল দায়িত্বে থাকা দীপক বনিক। একথা নিজেই জানান দীপক। পরে এক সাক্ষাৎকারে দীপক বলেন,”‌শিল্ড জয়ের হ্যাটট্রিক গড়ার স্বপ্ন পূরণ হলো। গেলোবারে দ্বিমুকুট এখন আদালতে। আমরা এবারও দ্বিমুকুট জয় করতে বদ্ধপরিকর। সেটা মাথায় রেখেই লিগে দল নামানো হবে”। ‌‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *