নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): স্বস্তির বৃষ্টিতে আবারও ভিজল রাজধানী দিল্লি। শনিবার ভোর থেকে একনাগাড়ে বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে রাজধানী দিল্লি-এনসিআর অঞ্চলে। বৃষ্টির সৌজন্যে মনোরম হয়ে উঠেছে রাজধানীর আবহাওয়া। ঘর্মাক্ত গরম দূরীভূত হয়ে স্বস্তির আমেজ ফিরে এসেছে।
শনিবার বৃষ্টির শব্দেই ঘুম ভেঙেছে দিল্লীবাসীর। একনাগাড়ে বৃষ্টিতে রাজধানী দিল্লির নানা স্থানে জল জমে গিয়েছে। দিল্লির বদরপুর এলাকায় রাস্তায় জল জমে যাওয়ায় ধীর গতিতে চলাচল করে যানবাহন। দিল্লির দ্বারকা রোড এলাকাতেও জল জমে গিয়েছে।