শরদ পওয়ার নিজের জীবদ্দশায় বিজেপির সঙ্গে কখনও হাত মেলাবেন না : সঞ্জয় রাউত

মুম্বই, ১৬ আগস্ট (হি.স.); শরদ পওয়ার নিজের জীবদ্দশায় বিজেপির সঙ্গে কখনও হাত মেলাবেন না। বড়সড় দাবি করলেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, রাউত আরও দাবি করেছেন, বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের একজন প্রধানমন্ত্রী পরের বছর দিল্লির লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং দেশ সেই “শুভ” মুহূর্তটির জন্য অপেক্ষা করছে।

সঞ্জয় রাউত বলেছেন, “আমি মনে করি না শরদ পওয়ার নিজের জীবদ্দশায় বিজেপির সঙ্গে কোনও দিন হাত মেলাবেন।” রাউত বলেছেন, তিনি নিজের দল পুনর্গঠন করছেন। রাউত আরও বলেছেন, “শরদ পওয়ারই অজিত পওয়ারকে তৈরি করেছেন। শারদ পাওয়ার চার মেয়াদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এবং একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *