নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক ডঃ টেড্রোস আধানম ঘেব্রেয়াসাসকে ভারতে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী ডক্টর টেড্রোস-কে ‘তুলসী ভাই’ নামে সম্বোধন করেন। এর আগে যেবার টেড্রোস ভারতে এসেছিলেন তখন প্রধানমন্ত্রী তাঁকে এই নাম দিয়েছিলেন বলে সূত্রের তরফে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ডাঃ টেড্রোস ১৭-১৮ আগস্ট গুজরাটের গান্ধীনগরে ঐতিহ্যগত ওষুধের উপর ডব্লুএইচও- গ্লোবাল সামিটে অংশগ্রহণ করবেন। আয়ুষ মন্ত্রকের এক্স (টুইটার) থ্রেডের প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী বলেন; “আমার ভাল বন্ধু তুলসী ভাই নবরাত্রির জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভারতে তাঁকে স্বাগতম’’।