স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কড়া নজরদারি

  আগরতলা ,১৪ আগস্ট : স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিগত প্রায় তিনদিন ধরে গোটা পশ্চিম জেলা জুড়ে চলছে পুলিশের কড়া নজরদারি। ভেহিক্যাল চেকিং থেকে শুরু করে নেশার বিরুদ্ধে অভিযানমূলক বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে পুলিশ প্রশাসন। উল্লেখ্য, এই অভিযানের অঙ্গ হিসেবেই রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে’র নেতৃত্বে রাজধানীর বটতলা এলাকায় একটি অভিযান চালায় আগরতলা পশ্চিম থানার পুলিশ। এই অভিযানের মাধ্যমে বেআইনি মদের ঠেক থেকে বেশ পরিমান দেশি মদ সহ দু’জন মদ বিক্রেতাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।