আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ডেন্টাল কলেজের পঠন পাঠান

আগরতলা, ১৩ আগস্ট :  আগামী ১ সেপ্টেম্বর থেকে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে পঠনপাঠন শুরু হবে। যথাসময়ে যাতে কলেজে ক্লাস শুরু করা যায় এর জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠানো হবে। ইতিমধ্যে ২২-২৩ জন ছাত্রছাত্রী ডেন্টাল কলেজে ভর্তি হয়েছে। আইজিএম হাসপাতাল কমপ্লেক্সে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পরিদর্শন করে এই খবর জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।অবশেষে স্বপ্ন বাস্তব হতে চলেছে রাজ্যবাসীর। আশা পূরণ হবে রাজ্যের ছেলেমেয়েদের। মেধা থাকলে এখন থেকে রাজ্যে বসেই ডেন্টাল সার্জন হতে পারবেন কৃতী ছাত্রছাত্রীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার ঐকান্তিক প্রয়াসে গড়ে উঠেছে আগরতলা সরকারি ডেন্টাল কলেজে। আর খুব শীঘ্রই পঠনপাঠন শুরু হবে কলেজটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *