ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট।। ত্রিপুরা জিমন্যাস্টিক্স এসোসিয়েশনের জেনারেল বডি মিটিং অনুষ্ঠিত হয়েছে। মূলতঃ একক এজেন্ডা নিয়েই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে স্মার্ট বাজারে, তৃতীয় তলে ত্রিপুরা জিমন্যাস্টিক্স এসোসিয়েশনের এই জেনারেল বডি মিটিংয়ে অনুমোদিত সব কটি ক্লাব, ইউনিটের প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচ্য সূচি অনুযায়ী পশ্চিম জেলা জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে । কার্যকরী কমিটির সকল সদস্য, অনুমোদিত ইউনিট এবং ক্লাব প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি বলরাম শীল, সম্পাদক বিজন সাহা এবং কোষাধ্যক্ষ গৌতম বনিক মনোনীত হয়েছেন।
2023-08-13