ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট।। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আগামীকাল ওপেন টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে আগামীকাল সকাল সাতটায় টেনিস কোর্টে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব ডক্টর পি কে চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ এবং পশ্চিম জেলার ডিএম এন্ড কালেক্টর দেবপ্রিয় বর্ধন প্রমুখ উপস্থিত থাকবেন। ওপেন টেনিস টুর্নামেন্টে বেশ কয়েকজন টেনিস খেলোয়াড়-ই অংশ নেবেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্যও উদ্যোক্তাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
2023-08-11