আগরতলা,১০ আগস্ট: আজ ঊনকোটি জেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কুমারঘাট পিডব্লিউডি ডাক বাংলোতে রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে মিলিত হয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
এদিন এই বৈঠকে বিদ্যুৎ নিগমের জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল ) সহ জেলার অতিরিক্ত জেনারেল ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজারগন উপস্থিত ছিলেন।
রতন লাল নাথ বলেন, বর্ষার মরশুমে এখানে কিভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা জারি রাখা যায় এবং ছোটখাটো সাধারণ সমস্যাগুলো নিজেরাই সিদ্ধান্ত নিয়ে মিটিয়ে ফেলা যায় এ বিষয়ে তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে।পাশাপাশি বিদুৎ নিগমের কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, তারা বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।নিগম কর্মকর্তারা তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে সমর্থ্য হবেন বলে আশা ব্যক্ত করে মন্ত্রী।