হোজাই (অসম), ৯ আগস্ট (হি.স.) : হোজাই জেলার অন্তর্গত লংকা থানাধীন লংকাজানে চোরাই গরু সহ এক পাচারকারীকে হাতেনাতে ধরেছেন জনতা। ধৃত গরু চোরকে জনৈক আবুল হুসেন বলে পরিচয় পাওয়া গেছে।
জানা গেছে, গতকাল রাতে কাকিটঙিয়া থেকে এই গরু চুরি করে আজ ভোরের দিকে লংকাজান গ্রামের পথ ধরে যাচ্ছিল আবুল হুসেন। তখন স্থানীয় জনতা সন্দেহের বশে আবুলকে জেরা করতে থাকেন। জেরার ঠেলায় বেরিয়ে পড়ে ঝুলির বেড়াল।
স্হানীয় জনতা গরু সহ চোর আবুল হুসেনকে সমঝে দেন গ্রাম বাহিনীর হাতে। গ্রাম বাহিনী গরু ও চোরকে লংকা থানার হাতে তুলে দিয়েছে।

