আচমকাই মৎস দপ্তর পরিদশর্নে গেলেন মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা ,৯ আগস্ট : আচমকাই রাজধানী কলেজ টিলা স্হিত মৎস দপ্তর পরিদশর্নে গিয়ে কর্মীদের কর্তব্যের চরম গাফিলতি দেখে ভীষণ অবাক হয়েছেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।

এদিন মন্ত্রী সুধাংশু দাস বলেন,রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর বর্তমান সরকার।কিন্তু বিভিন্ন দপ্তরে কর্মীরা সময়মতো অফিসে উপস্হিত হচ্ছেন না।যারা সঠিক সময়ে দপ্তরের উপস্থিত হচ্ছেন না তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্হা গ্রহণ করা হবে।পাশাপাশি এদিন দপ্তরের চারিদিক অপরিষ্কার দেখে ক্ষোভে ফেটে পড়েন তিনি।এদিন কর্মীদের নির্দেশ দিয়েছেন দপ্তরকে পরিষ্কার রাখারও জন্য।