আমিনগাঁওয়ে নিৰ্মীয়মাণ ব্যাডমিন্টন স্টেডিয়াম পরিদৰ্শন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ৬ আগস্ট (হি.স.) : গুয়াহাটি সংলগ্ন কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত আমিনগাঁওয়ে নির্মীয়মাণ বিশ্বমানের ব্যাডমিন্টন স্টেডিয়াম পরিদৰ্শন করেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। অত্যাধুনিক প্ৰযুক্তিতে নিৰ্মীয়মাণ এই স্টেডিয়াম খেলোয়াড়দের জন্য আগামী ১১ আগস্ট উদ্বোধন করা হবে।

আজ পরিদর্শনে গিয়ে স্টেডিয়ামের নিৰ্মাণকার্যের যাবতীয় বিষয় তন্নতন্ন করে নিরীক্ষণ করেছে মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা। ইতিমধ্যে স্টডিয়ামটি সম্পূৰ্ণ হয়ে গেছে। চলছে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সাজসজ্জা।

আজ মুখ্যমন্ত্ৰীর সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্ৰী নন্দিতা গারলোসা, কামরূপের জেলাশাসক কীৰ্তি জল্লি, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এবং অসম ক্ৰীড়া সংগঠনের বিভিন্ন পদমর্যাদার পদাধিকারী।