কামরূপ (অসম), ৬ আগস্ট (হি.স.) : গ্রেফতার বাইহাটা চারিআলির নিষিদ্ধ তির (এক ধরনের জুয়া)-এর ডন তাহজুল আলি ওরফে বহুল পরিচিত লাদেন। বহুদিনের অক্লান্ত প্রচেষ্টা সফল হয়েছে বাইহাটা চারিআলি পুলিশের।
দীৰ্ঘদিন ধরে বাইহাটা চারিআলি সহ বৃহত্তর উত্তর কামরূপ এলাকায় নিষিদ্ধ তিরের সাম্ৰাজ্য চালিয়েছিল তাহজুল আলি ওরফে লাদেন। তাকে পাকড়াও করতে পুলিশ বহুদিন ধরে নানা কৌশল অবলম্বন করেও ব্যর্থ হচ্ছিল। পুলিশের চোখে ধুলো দিয়ে লাদেবন তার তিরের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছিল বৃহত্তর উত্তর কামরূপে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কৌশল অবলম্বন করে চাংসারি থানার অন্তৰ্গত গৌরীপুর থেকে লাদেনকে গ্রেফতার করেছে বাইহাটা চারিআলি থানার পুলিশ।