আগরতলা, ৫ আগস্ট : নব নির্মিত জলের পাকা ড্রেন ভেঙে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা। কৃষকের স্বার্থে লক্ষ টাকা ব্যয়ে নির্মানাধীন পাকা জলের ড্রেন রাতের অন্ধকারে ভেঙে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনা শুক্রবার গভীর রাতে খোয়াই ব্লকের অন্তর্গত মধ্য গণকি গাও সভার তবলাবাড়ি তাতি পাড়া এলাকায়। ঘটনায় প্রকাশ, মধ্যগণকী গ্রাম পঞ্চায়েতর তিন নাম্বার ওয়ার্ড তথা তাতি পারা এস বি স্কুলের পাশে চার বিঘার একটি বৃহৎ আকারের জলাশয় রয়েছে। জলাশয়ের ঠিক উল্টো দিকে রয়েছে বেশ কিছু ধানি জমি। কিন্তু জলাশয়ের পাশে সঠিক নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে উঠে গোটা এলাকা।ফলে চাষীদের যেমন ক্ষতিগ্রস্ত হতে তেমনি সরকারী জলাশয়ের বাঁধের ও ব্যাপক ভাবে ক্ষতি হয়। এই সমস্যা সমাধানের জন্য জলাশয়ের বাঁধ বরাবর পাকা জলের ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।সেই পাকা ড্রেনের কাজ ও শুরু হয় কিন্তু ড্রেনের কাজ সম্পন্ন হবার আগেই।কিছু দুষ্কৃতীরা নির্মানাধীন জলের পাকা ড্রেনটি ভেঙে গুড়িয়ে দেয়। শনিবার সকালে কাজ করতে গিয়ে এই ঘটনা দেখতে পায়। সাথে সাথে এলাকার প্রধান এবং পঞ্চায়েত সচিবকে খবর দেয়।ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তীব্র নিন্দা জানান পঞ্চায়েত প্রধান এবং সচিব।অন্য দিকে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত গুঞ্জন শুরু হয়েছে।আবার অন্যদিকে একটা অংশের অভিযোগের আঙুল বিরোধীদের দিকে।