ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট।।দুরন্ত সাফল্য। সাবজুনিয়র এবং জুনিয়র বিভাগে। দেশের রাজধানীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক উন্মুক্ত ক্যারাটে প্রতিযোগিতা। শুক্রবার তালকোটরা স্টেডিয়ামে শুরু হয়েছিলো আসর। প্রথম দু-দিন সাবজুনিয়র এবং জুনিয়র বিভাগের খেলা হয়। তাতে ত্রিপুরা থেকে অংশ নিয়েছিলো ৯ জন খেলোয়াড়। এর মধ্যে ৮ জন পদক জয় করেছে। ত্রিপুরাকে একমাত্র স্বর্ণপদকটি এনে দেয় হৃদয় মারাক। এছাড়া ব্রোঞ্জ পদক জয় করে শাঙ্কি কর্মকার,অক্ষিতা মজুমদার,অভিপ্সা নাথ,উদয় দে,বিপ্রজিৎ সাহা,সুহানা ঘোষ এবং শুভ্রজিৎ সিনহা। দিল্লি থেকে টেলিফোনে এখবর জানান কোচ কৃষ্ণ সূত্রধর। খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি তিনি। বলেন,” দুর্দান্ত খেলেছে প্রতিটি খেলোয়াড়। তবে আরেকটি স্বর্ণ পদকের আশায় ছিলাম। লড়াই হয়েছে খুব কঠিন”। আজ শেষ দিনে সিনিয়র বিভাগের খেলা হবে। ত্রিপুরা দলের কোচ আশা করেন, সিনিয়র বিভাগেও পদক পাবো আমরা।
2023-08-05