ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট।।হলো না ম্যাচ। কিল্লা মর্ণিং ক্লাব না আসায়। ফলে ওয়াকওভার পেলো ফুলোঝানো ফুটবল ক্লাব। আপাতত আসরে ৪ পয়েন্ট পেয়ে সুজিত ঘোষের দল রয়েছে তৃতীয় স্থানে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত মহিলা লিগ ফুটবলে। শনিবার নির্ধারিত সময়েই মাঠে উপস্থিত ছিলেন ফুলোঝানো দলের ফুটবলাররা। রেফারি সত্যজিৎ দেবরায় দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও কিল্লা দল না আসায় মাঠ ছেড়ে বেরিয়ে যান। জানা গেছে, জম্পুইজলার বিরুদ্ধে ম্যাচ থেকে ৩ পয়েন্ট কেটে নেওয়ায় এদিন আর মাঠমুখি হয়নি কিল্লার মহিলা ফুটবলাররা। প্রসঙ্গত; রেজিস্ট্রেশন না করিয়েই ভিনরাজ্যের ৫ মহিলা ফুটবলারকে জম্পুইজলার বিরুদ্ধে খেলিয়েছিলো কিল্লা। এরপর জম্পুইজলা থেকে লিখুইত অভিযোগ করার পর শুক্রবার রাতে মহিলা লিগ কমিটির সভায় জম্পুইজলাকে ওই ম্যাচে জয়ী ঘোষনা করা হয়।
2023-08-05