ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট।। মূল পর্বের খেলায় পৌঁছেছে দক্ষিণ জেলার অ্যাভেঞ্জার হাই স্কুল এবং সিপাহীজলা জেলার সুধন্য দেববর্মা স্মৃতি স্কুল। সাবরুমের মনুবাজার স্কুল মাঠে আয়োজিত অনূর্ধ্ব১৪ ছেলেদের রাজ্যভিত্তিক স্কুল ফুটবলের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার জেলা ৮-০ গোলের বড় ব্যবধানে উত্তর জেলায় কে হারায়। দ্বিতীয় দিনের খেলায় আজ দক্ষিণ জেলার অ্যাভেঞ্জার হাই স্কুল ৩-০ গোলের ব্যবধানে পশ্চিম জেলার সেন্ট পলস্ স্কুলকে পরাজিত করেছে। অপর খেলায় সিপাহীজলা জেলার সুধন্য দেববর্মা স্মৃতি স্কুল ৮-৩ গোলের ব্যবধানে খোয়াই স্কুলকে পরাজিত করে মূল পর্বে পৌঁছেছে। এদিকে, জিরানীয়ায় শচীন্দ্রনগর স্কুল মাঠে আয়োজিত অনূর্ধ্ব ১৭ মহিলাদের রাজ্যভিত্তিক এস এম কাপ স্কুল ফুটবলে আজ গোমতী জেলা দল ২-০ গোলে উনকোটি জেলা দল কে হারিয়ে এবং অপর খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল ৮-০ গোলে খোয়াইকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। একইভাবে পশ্চিম জেলা দল আট-শূন্য গোলে দক্ষিণ জেলা দল কে হারিয়ে এবং ধলাই জেলা দল ২-০ গোলে সিপাহীজলা জেলা দলকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে। আগামীকাল প্রতিযোগিতার শেষ দিনে সকালে দুটি সেমিফাইনালের পর বিকেলে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনালে গোমতী জেলা দল খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে অপর সেমিফাইনাল ম্যাচে পশ্চিম জেলা দল খেলবে ধলাই জেলা দলের বিরুদ্ধে।
2023-08-04

