কলকাতা, ৩ আগস্ট (হি. স.) : নিজেদের অবস্থান থেকে সরল ইডি। আদালতে অভিযুক্ত শিক্ষাকর্তা মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জ গঠন করার পিটিশন বা আবেদন ফিরিয়ে নিল তারা। ইডির আইনজীবী পরবর্তী একটি দিন চাইল আদালতের কাছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রথমে আদালতে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে চেয়ে আবেদন করতে চেয়েছিল ইডি। কিন্তু তারপর তারা তাদের অবস্থান থেকে সরে আসে। নিয়োগ দুর্নীতিতে অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের গতিপ্রকৃতি দেখে পরবর্তী দিনে চার্জ গঠন হতে পারে ইডির তরফে।
বৃহস্পতিবার আলিপুর আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের মামলার শুনানি ছিল। শুনানিতে নাটকীয় পট পরিবর্তন ঘটে। এদিনের শুনানিতে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তারা চার্জ গঠন করতে চায় ইডি। বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বলেন,তদন্ত শেষ হয়ে গেলে রিপোর্ট জমা দিন। এরপরই ইডির আইনজীবী আদালতে জানান, চার্জশিট গঠনের আবেদনটাই তারা রাখছে না।