আগরতলা, ৩ আগস্ট : ত্রিপুরায় যথেষ্ট পরিমানে খাদ্যসামগ্রী মজুত রয়েছে। রাজ্যে কোনো ধরণের কৃত্রিম সংকট তৈরি করা হলে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে তিনি যোগ করেন, ন্যায্য মূল্যের দোকান এখন থেকে প্রতিমাসে এপিএল ও বিপিএল ভোক্তারা প্রতি কেজি মসুর ডাল ২টাকা কম দামে পাবেন।
এদিন সুশান্ত বলেন, বর্ষাকালে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি না হয় তার দিকে লক্ষ্য রাখছে খাদ্য দপ্তর। রাজ্যে কোনো ধরণের কৃত্রিম সংকট তৈরি করা হলে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।কালোবাজারি কোনোভাবে বরদাস্ত করা হবে না হুশিয়ারি দিয়েছেন মন্ত্রী।
সাথে তিনি যোগ করেন, বিগত কিছু দিন ধরে ন্যায্য মূল্যের দোকানে মসুর ডালের ঘাটতি দেখা দিয়েছে। আগামী ৩ দিনের মধ্যে সব ন্যায্য মূল্যের দোকানে মসুর ডাল পৌঁছে যাবে।পাশাপাশি তিনি বলেন, এখন থেকে প্রতিমাসে এপিএল ও বিপিএল ভোক্তারা প্রতিকেজি মসুর ডাল ২টাকা করে কম দামে পাবেন।

