রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসীর সড়ক অবরোধ

আগরতলা, ৩ আগস্ট : রাস্তার বেহাল দশার কারণে নিত্যদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী। তাই, আজ সকালে রাস্তা সংস্কারের দাবিতে গন্ডাছড়া-অমরপুর সড়ক অবরোধ করল কালাজারি এলাকার অধীন ২৮ টি ভিলেজের স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, গত ৬ মাস আগে কালাজারি রাস্তা সংস্কার করার কথা ছিল।কিন্তু ৬ মাস অতিক্রান্ত হয়ে গেলেও পূর্ত দপ্তর থেকে রাস্তা সংস্কারের জন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। যান চলাচল দূরের কথা সামান্য বৃষ্টি হলে রাস্তায় জল জমে পুকুর হয়ে যায়। এর ফলে এলাকাবাসীদের যাতায়াত করতে অসুবিধা হয়।