BRAKING NEWS

বেতাগা বিদ্যুৎ কার্যালয় ঘেরাও,   বিক্ষোভ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ বিদ্যুৎ নিগমের তালবাহানায় ক্ষুব্ধ হয়ে শান্তিরবাজার মহকুমার বেতাগা সাহা পাড়ার লোকজনরা বিদ্যুৎ নিগমের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান।

ঘটনার বিবরনে জানা  যায়,  শান্তির বাজার মহকুমার বেতাগা সাহা পাড়ার লোকজনরা দীর্ঘ তিনদিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত।  এনিয়ে দপ্তরের লোকজনদের জানিয়ে কাজের কাজ কিছু না হওয়াতে বেতাগা বিদ্যুৎ দপ্তরের  কার্যালয় ঘেরাও করলো এলাকাবাসী। এলাকাবাসীরা জানিয়েছেন, বেতাগা সাহা পাড়ায় প্রায় ৪৫ পরিবারের লোকজনের বসবাস।  দীর্ঘ দুই থেকে তিন বছর যাবৎ এলাকার লোকজনেরা বিদ্যুতের সমস্যায় ভুগছেন।  দপ্তরে ফোন করলেও অভিযোগ শুনার মতো কর্মীরা থাকেন না বলে অভিযোগ।  সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা না থাকার ফলে পানীয় জলের সংকট দেখা দেয় বলে অভিযোগ এলাকাবাসীর। এদিন দপ্তরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। 

  এখন দেখার বিষয় এলাকাবাসীর সমস্যা সমাধানে বিদ্যুৎ দপ্তর কি  পদক্ষেপ গ্রহন করে।  এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *