পিয়ংইয়ং, ২ মে (হি.স.) : দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক অভিযান বন্ধ করা নয়, এবার মার্কিন সেনাদের বিরুদ্ধে ঠাট্টা করার অভিযোগ উত্তর কোরিয়ার| উত্তর কোরিয়ার সেনাদের নিয়ে সীমান্তে মোতায়েন মার্কিন সেনারা ব্যঙ্গ বিদ্রূপ করছে বলে চাঞ্চল্যকর অভিযোগ পিয়ংইয়ংয়ের| উত্তর কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, অসামরিক এলাকা হিসেবে ঘোষিত পানমুনজুমে মোতায়েন মার্কিন সেনারা কোরীয় সেনাদের দিকে তাকিয়ে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপ চালিয়ে যাচ্ছে| প্রায় তিন সপ্তাহ ধরে এই ধরনের উস্কানিমূলক প্ররোচনা দিয়ে যাচ্ছে বলে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে| এছাড়াও উত্তর কোরিয়ার সেনাদের লক্ষ্য করে গুলি চালানোর জন্য দক্ষিণ কোরিয়ার সেনাদেরকে নানাভাবে উস্কানি দেওয়া হয়েছে বলেও অভিযোগ|
পিয়ংইয়ং এই বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে, অবিলম্বে এই বিষয়ে আমেরিকার তরফে হস্তক্ষেপ না করা হলে আগামিদিনে পরিণতি ভালো হবে না|
প্রসঙ্গত, মার্কিন সেনাদের বিরুদ্ধে এহেন অভিযোগ মোটেই নতুন নয়| ২০০৬ সালেও আমেরিকা উত্তর কোরিয়ার সেনাদের বিরুদ্ধে ব্যঙ্গ-বিদ্রূপের অভিযোগ তুলেছিল| উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার যৌথ সীমান্তে অবস্থিত পানমুনজুম যুদ্ধবিরতি গ্রাম হিসেবে পরিচিত| এই গ্রামেই বর্তমানে আমেরিকার ২৮ হাজার সেনা মোতায়েন রয়েছে|
2016-05-02

